Subscribe: RSS Twitter

আমরা মুখ দিয়ে চাকমা ভাষা অনর্গল বলতে পারি। কিন্তু কয়জন আমরা চাকমা ভাষা হাতে কলমে লিখতে পারি? আর কম্পিউটারে টাইপ করার কথা বাদই দিলাম। অথচ, যুগের পর যুগ অর্থাৎ যুগকে যুগ অতিবাহিত হলো তবুও চাকমা ভাষা শিক্ষার জন্য যুগোপযোগী কেউ বই প্রণয়নের জন্য উদ্যোগ নিল না। এ কেমন অবস্থা আমাদের?? আর আমরা নাকি নিজের অস্থিত্বের জন্য কঠোর সংগ্রামে মরিয়া হয়ে উঠি। কিন্তু সেই অস্থিত্বকে টিকেয়ে রাখতে হলে প্রথমে শিক্ষার প্রয়োজন। আর আজ এই প্রয়োজনের তাগিদেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

পাঠক মহলের Feedback জানার জন্য বইটির কিছু পৃষ্ঠা এখানে তুলা ধরা হলো। আর বইটি ৭০ পৃষ্ঠা এবং শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ১৫০/- টাকা।

বইটির বৈশিষ্ট্য সমূহ:-

১। চাকমা উচ্চারণ ও বাংলা অর্থসহ

২। সহজ ও সাবলিল শব্দ ব্যবহার ও বাক্য তৈরি ( চাকমা ও বাংলাসহ)

৩। প্রচুর পরিমানে ছবি সংযোজন

৪। চাকমা লেখা লেখার জন্য কী-বোর্ডে চাকমা বর্ণের অবস্থান এবং…..

কভার পেইজ ৪ কালার এবং ভিতরের পৃষ্ঠা সমূহ অফসেটে সাদা কালো লেখা। বইটিতে প্রচুর পরিমানে ছবি সংযোজন করা হয়েছে যাতে ছবি দেখে দেখে ছোট ছোট সোনামনিরা পড়তে পারে সেই পদক্ষেপ নেয়া হয়েছে। যাক কথা না বাড়িয়ে নিচে বইটি উপস্থাপন করা হলো:

 

 

 

Print Friendly, PDF & Email

1 Comment

  1. CHTBD says:

    বিভূতি দা,
    ভালো ১টি উদ্যেগ আবারো নিলেন।
    আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো তা আমাদের জানা নেই।
    আমরা আপনার পাশে আছি সব-সময়।
    http://www.news.chtbd.net/

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.