Subscribe: RSS Twitter

শীঘ্রই BivuNabaKhama ফন্টটির উন্নত Version নতুন নাম Suz Moriz (Bivu) উন্মুক্ত করা হচ্ছে। আগামী ৩-৬ দিনের মধ্যে ফন্টটি সকল বাংলাদেশে বসবাসরত আদিবাসিসহ পৃথিবীর সকল আদিবাসিগণের জন্য উন্মুক্ত করা হবে। সাথে সাথে ফন্টটির বাহ্যিক রুপ এখানে দেখানো হলো:


এটির ব্যবহার BivuNabaKhama ফন্টটির মতোই। তাই এটির ব্যবহার বিধি অতি সহজ। কাজের আপনি যদি নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু বলতে চান, লিখতে চান একান্ত নিজের ভাষায়; তাহলে আমাদের এ ফন্টটি ব্যবহার করতে পারেন। ফন্টটির ব্যবহার অনেকটা সহজ করা হয়েছে।


এ ফন্ট ব্যবহার করে যে কেউ অর্থাৎ চাকমা ভাষায় শিক্ষায় Beginners and Experts উভয়ে উপকৃত হবেন অন্তত: এ আশাবাদ ব্যক্ত করা যায়। তবে এখানে শর্ত থাকে যে, চাকমা ভাষা ও বর্ণ শিক্ষার ক্ষেত্রে যাদের আগ্রহ ও মনোযোগ নেই; তাদের জন্য এ কথা প্রযোজ্য নয়।


ফন্টটির ব্যবহার করতে চাইলে নিয়মিত চোখ রাখুন এখানে। পরবর্তীতে ফন্টটি Download এর ব্যবস্থা করা হবে।


Print Friendly, PDF & Email

2 Comments

  1. Sakol comment changma khodandi ligile kejan aoy ? Eai sitto changma sara annyo kanojone na bujibak. age changmaune janodok. Tarpore annyo janor khoda…

  2. Suz Moriz says:

    Mui akmot. Hakku, auk kodha Hwyoch.

Leave a Reply

© 3763 Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.