Subscribe: RSS Twitter

 

  • বিভূতি চাকমা কর্তৃক নির্মিত আধুনিক ও যুযোপযোগী এবং ব্যবহারে সহজ চাকমা ভাষার ফন্ট (ফন্টটির নাম বিভূতি চাকমা দান্য) নামে চাকমা ফন্টটি আগামী ২৩ জুন ২০১১ রোজ, বৃস্পতিবার সকলের কাছে উন্মুক্ত করা হবে। আপনাদের বহু প্রতীক্ষিত এবং জুম্মজাতির জন্য এক মাইল ফলক হিসেবে আসীন হয়ে থাকবে এ ফন্টটি। এ ফন্টটি ব্যবহারের জন্য বিজয় কীবোর্ডে যারা টাইপ করতে পারেন তাদের জন্য চাকমা ভাষা কম্পিউটারে লেখা খুবই সহজ করা হয়েছে।
  • ফন্টটি সংগ্রহ করার জন্য হিলএডুকেশন কর্তৃপক্ষ +৮৮০১৫৫৩২১৩৮০৪ এ যোগাযোগ করতে পারেন। কথায় নয় কাজে বিশ্বাসী হিলএডুকেশন। চাকমা বর্ণ ও ভাষার প্রতি যাদের আগ্রহবোধ আছে তারা এ ফন্টটি সংগ্রহ করে রাখতে পারেন।
  • তবে, শর্ত থাকে যে, আমাদের উদ্দেশ্য বাণিজ্য নয় বরং জনগণকে উপকার করা। বলা যায়, মানুষ মানুষের জন্য একটু উপকার কি পেতে পারে না??? আমাদের বর্ণ ও ভাষাকে সম্প্রসারিত ও প্রচারিত করার জন্য মূলত আমাদের এ প্রচেষ্টা।
  • দুনিয়াতে টাকার বিনিময়ে সবকিছু হয়; আবার কিছুই হয় না। এর অর্থ বিজ্ঞমহল হয়তো এতক্ষণ অনুধাবন করতে পেরেছেন। বিশেষ কিছু আর না বলে আগামী ২৩ জুন ২০১১ এ শুভ ক্ষণের জন্য অপেক্ষা করার অনুরোধ থাকলো।

 

  • নিচে ফন্টটির আগমনী দৃশ্য দেখানো হলো:

 

 

Print Friendly, PDF & Email

2 Comments

  1. Patturu turu Bivuti da 🙂

  2. MAADI says:

    Aami to Font-tuottei aoch gori bacchyei thebong.

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.