Subscribe: RSS Twitter

আমাদের মাতৃভাষায় আমরা বই প্রকাশ করার জন্য সদা সচেষ্ট। সে জন্য পর্যায়ক্রমে চাকমা ভাষায় বিভিন্ন রকমের শব্দ সংক্রান্ত বই প্রকাশ করার পাশাপাশি চাকমা উচ্চারণ, বাংলা অর্থ ও ইংরেজী অর্থও প্রদান করা হয়েছে। যাতে সেই শৈশবকাল হতে আমাদের ভবিষ্যত প্রজন্ম যাতে অতি স্বল্প পরিসরে আমাদের নিজস্ব ভাষা সহজে আয়ত্ব করতে পারে। এজন্য সারাদিন কঠোর পরিশ্রমের পরও আমি এ ধরণের বিভিন্ন বই লিখে যাচ্ছি । এ বই সমূহ পড়ে আমাদের জাত-ভাই, মা-বোনগণ যেন সকলে উপকৃত হন। এ আশাবাদ ব্যক্ত করে বইটি কয়েকটি পৃষ্ঠা এখানে উপস্থাপন করা হলো


 


 

Print Friendly, PDF & Email

Leave a Reply

© 7825 Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.