Subscribe: RSS Twitter

আপনাদের সহযোগিতা পেলে আমরা চাকমা ভাষায় পাঠ্য বই রচনা করতে ইচ্ছাপোষন করছি। আপনাদের সদয় দিক নির্দেশনা আমাদের এ সাইটটিকে আরো সুন্দর ও সুচারুরুপে পরিচালনা করতে সহায়তা করবে বলে আশাবাদী। চাকমা ভাষায় পড়া লেখার জন্য যে সিলেবাস প্রণয়ন করতে হবে তাও আমরা আপনাদের সুদিকনির্দেশনা পেলেই প্রণয়নের কাজ শুরু করতে পারবো বলে দৃঢ় বিশ্বাসী। কারণ একার পক্ষে সবকিছু সম্ভব নয়। এতে বুদ্ধিজীবি, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিকগণের মতামত প্রয়োজন রয়েছে।

 

তবু আমরা Test and Trail Version হিসেবে “মর চাকমা বোই পোললিয়া বাগ” প্রকাশ করেছি। এতে কম্পিউটারে টাইপিং এর সময় কিছু ভুল ভ্রান্তি রয়েছে। এবং মুদ্রণজনিত ক্ষুদ্র প্রমাদ আছে। যা হোক, এগুলো আমরা ইতোমধ্যে সংশোধন করেছি। যা আমাদের সম্প্রতি কোন এক পোস্টে তা তুলনামূল চিত্র উপস্থাপন করা হয়েছে।

 

আর চাকমা ভাষা সম্পর্কে বিভিন্ন মতামত উপস্থাপন করা হয়েছে, যা আপনারা আমাদের দেয়া বিভিন্ন পোস্টে লক্ষ্য করে থাকবেন। আশা করি চাকমা ভাষায় বিশেষ করে চিহ্নপাঠ নিয়ে অনেক জনমনের ভ্রান্ত ধারণা রয়েছে। যা আশু সংশোধন করা প্রয়োজন। এটা কেবলমাত্র আমাদের শিক্ষিত সমাজ দ্বারা কখনও সম্ভব নয়।কারণ…….

 

  • আমাদের পুর্ব -পুরুষেরা আমাদের ভাষাকে আগে কিভাবে ব্যবহার করতেন তা জানতে হবে?

 

  • কালের আর্বতে এ ভাষা কিভাবে পরিবর্তিত হয়েছে তা জানতে হবে?

 

  • পুর্বেকার বৈদ্যগণ এ ভাষাকে কিভাবে ব্যবহার করতেন এবং লিখতেন তাও জানতে হবে?

 

  • আর এ ভাষাকে কিভাবে কম্পিউটার সিস্টেমে সহজে ইনপুট করে লিখা যায় তাও জানা প্রয়োজন?

 

  • এ ভাষায় কোন ধরণের চিহ্ন থাকবে, কোন যুক্তবর্ণ এবং ফলা থাকবে কিনা তাও পরিস্কার করা প্রয়োজন?

 

  • সর্বোপরি এ ভাষার ফন্ট বা স্ক্রীপ্ট বা বর্ণ সমূহ দেখতে কেমন হবে, তাও নির্ধারণ করা প্রয়োজন??

 

আসুন আমরা সকলে মিলে আমাদের ভাষাকে ও বর্ণকে রক্ষা করিপাশাপাশি দেশে বা বিদেশে অবস্থানরত অগণিত চাকমাগণকে এ ভাষা সম্পর্কে স্ব-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলিএটা কেবলমাত্র সম্ভব সকলের আপ্রাণ প্রচেষ্টায় অন্যথায় কখনও সম্ভব নয়।


Print Friendly, PDF & Email

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.