Subscribe: RSS Twitter

অনেক প্রতীক্ষার পর এ প্রথম হিলএডুকেশন কর্তৃক যুযোপযোগী একটি চাকমা ফন্ট নির্মিত হলো। এটি সম্পূর্ণ নিজস্ব ধাচে এবং নিজস্ব স্টাইলে তৈরি । এ ফন্টটি ব্যবহার করার জন্য আমাদের আদিবাসিসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

যদিও এ ফন্টটি কোন কোন কীবোর্ড টুলস দিয়ে ব্যবহার করা যাবে তা এখনো কাউকে জানানো হয়নি। তথাপি, ফন্টটি ব্যবহার অত্যন্ত সহজ করা হয়েছে। যা হোক কয়েক দিনের মধ্যে এ ফন্টটির সোর্স ফাইল এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে তা বিস্তারিত ভাবে জানানো হবে।  আশা করি পাঠক মহল সেই অপেক্ষায় থাকবেন।

 

এবার এ ফন্টটি দিয়ে চাকমা ভাষা ও বর্ণমালা লিখলে কেমন দেখাবে তা সচিত্র তুলে ধরা হলো। আশা করি পাঠক মহল উপকৃত হবেন।

হিলএডুকেশনের যদি কোন যাদু মন্ত্র থাকতো তবে, বাংলাদেশসহ পৃথিবীর সকল আদিবাসিগণের ঘরে ঘরে এ ফন্টটি বিনামুল্যে প্রদান করতো। কিন্তু গ্রামে গঞ্জে হিলএডুকেশনের একার পক্ষে যাওয়া সম্ভব নয়। তথাপি হিলএডুকেশন এ ব্যাপারে যথেষ্ট যত্নশীল।  অদুর ভবিষ্যতে হিলএডুকেশনের সেই পরিকল্পনা রয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

© 1236 Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.