Subscribe: RSS Twitter

হিলএডুকেশন সাইটটি সম্পূর্ণ আপনাদের মতামতের উপর নির্ভর করে চলতেছে। কারণ, আপনাদের চাহিদার প্রেক্ষিতে হিলএডুকেশন বিভিন্ন পোষ্ট করে থাকে। মানুষ মাত্র ভূল করে তাই এ সাইটের পোষ্ট সমূহে কিছু কিছু ভূল থাকতে পারে। তা আমরা স্বীকার করে নিচ্ছি । অদুর ভবিষ্যতে আমরা সকল পোষ্ট সমূহ সঠিক ও সংশোধন করে আপনাদের সদয় অবগতির জন্য পুন: পোষ্ট করবো। এতে গাবরানোর কিছু নেই পুরানো পোষ্ট নতুন ও সংশোধনী রুপে হাজির মাত্র। এতে করে আপনাদের সঠিক তথ্য ও শিক্ষা দেয়া সম্ভব হবে।

অনেকে হয়তো চাকমা ভাষা শিক্ষার জন্য শিক্ষক বা বই খুজে থাকবেন। হিলএডুকেশন এর মূল্য উদ্দেশ্য হচ্ছে – সেই অভাব পুরণ করা । যা হোক আমাদের এ সাইট হতে আপনারা কি কি শিখতে পারলেন এটা আমাদের জানার বিষয় নয়, বরং আমরা কি কি শিখাতে পারলাম তা প্রধান বিবেচ্য বিষয়। আশা করি পরবর্তীতে যে কোন ধরনের মন্তব্য আমাদেরকে আরো বেগবান করবে বলে আমাদের তাই অনুভূত হয়।

যাক, কথা না বাড়িতে মুল কথায় আসি। এ পোষ্টে মুল উদ্দেশ্য হিলএডুকেশন এর প্রতিটি পোষ্ট চাকমা ভাষা শিক্ষার শিক্ষক হিসেবে কাজ করবে (যার কোন পুর্ব অভিজ্ঞতার নি:প্রয়োজন)। কারণ, প্রতিটি পোষ্টে চাকমা লেখার সাথে সাথে উচ্চারণ এবং বাংলা অর্থ প্রদান করা হয়েছে। যা আমাদের প্রদান করার কথা ছিল না। এখানে উসাই কর্তৃক প্রকাশিত “চাকমার পত্থম পাত” এবং মাদি কর্তৃক প্রকাশিত “চাকমা স্ক্রিপ্টস লার্নিং কোর্স-১” নামে বইটি পড়লে পুরো ব্যাপারটি বুঝতে পারবেন খুব সহজেই।

বছর দুয়েক পরে আমরা শুধুমাত্র চাকমা ভাষা ও বর্ণ সমূহ পোষ্ট করবো, যখন আপনাদের কাছ থেকে এরকম প্রতিউত্তর পাওয়া যাবে….. যে, “আমরা হিল এডুকেশন সাইট হতে আপাতত চাকমা ভাষা সম্পর্কে বেসিক পার্ট সম্পন্ন/সমাপ্ত করেছি”।  তখন আমরা শুধুমাত্র চাকমা ভাষায় পোষ্ট দেবো।

নিচে দুপাশে তুলনামূলক চিত্র উপস্থাপন করা হলো। বলুন তো এই চিত্র দেখে আমাদের ভাষা সম্পর্কে কয়জন সহজেই পড়তে, বলতে এবং লিখতে পারবেন ???  কি উত্তর আছে, যদি থাকে প্লিজ, মন্তব্য সংযোজন করুন

 

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

© 5055 Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.