Subscribe: RSS Twitter

Virtual Keyboard কিভাবে ব্যবহার করতে হয় Bengali Version http://www.lookeys.com/?page_id=808

Virtual Keyboard কি? English Version

http://whatis.techtarget.com/definition/virtual-keyboard

 

Ribeng Virtual Chakma keyboard(Online Writing System) এর সাধারণ বর্ণনা:-

Keyboard এর উপরে একটি টেক্সবক্স (Textbox) দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা মাউস দিয়ে ক্লিক (click) করে কারসর (cursor) বসিয়ে লেখা টাইপ করা শুরু করবেন অথবা মাউস দিয়ে কীবোর্ডের অক্ষর দেখে দেখে মাউস দিয়ে একটি একটি অক্ষর বা চিহ্ন ক্লিক করে টাইপ করবেন । যার যা সুবিধা সেভাবে তা আপনারা ব্যবহার করতে পারবেন।

 

 

উক্ত টাইপকৃত টেক্স বা শব্দ বা বাক্য সমূহ নির্বাচন(select)করে তা কপি (copy) করবেন। পরর্তীতে আপনার ইচ্ছানুযায়ী Facebook সহ,  যে কোন email এ তা পেষ্ট (paste) করে যে কোন জনকে অথবা যে কোন জায়গায় তা পাঠাতে বা Post করতে পারবেন। নিজের ভাষায় ভাব প্রকাশ করাটা যে কত আনন্দের তা আপনি অনুভব করতে পারবেন।

 

 

এই Virtual Chakma Keyboard টি তৈরী করা হয়েছে তাদের জন্য যারা চাকমা ভাষায় নুন্যতম জ্ঞান সম্পন্ন এবং যারা কোন দিন চাকমা বর্ণ বা ভাষার সাথে পরিচিত নয়। পাশাপাশি যার চাকমা ভাষা এবং বর্ণ সম্পর্কে অঢেল জ্ঞান সম্পন্ন তারাও এ Keyboard ব্যবহার করে দেখতে পারেন। যাচাই করতে পারেন এ কীবোর্ডে কোন ক্রুটি রয়েছে কিনা।

 

 

চাকমা ভাষা লেখার জন্য এ কীবোর্ডটি ব্যবহার করার জন্য সকলকে অভিনন্দন। এ কীবোর্ডটির ব্যপারে আপনার কোন মতামত থাকলে তা info@hilledu.com এ ঠিকানায় পাঠাতে পারেন।

Print Friendly, PDF & Email

1 Comment

  1. Great Post, I like this post sensitively

Leave a Reply

© 1972 Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.