Subscribe: RSS Twitter

শ্রদ্ধেয়

হরি কিশোর/অমিত হিল/সুত্রং
আলোরন, প্রাকৃতজন, জোসেপ, চিজি চাকমা, দেওয়ান বাবুধন, কিরণ চাকমা, চাঙমা ফ্রেন্ড প্রিয়াংশু, এফ্রাইম ক্রিষ্টমাসসহ আরো অনেক-কেই আমার অন্তরের অন্ত:স্থল হতে নমস্কার রইল। এখানে আমি বাংলা ব্যবহার করলাম বলে আন্তরিকভাবে দু:খিত। কারণ আমি যদিও চাকমা বই লেখি ও চর্চা করি কিন্তু পরিস্থিতির স্বীকার হয়ে আজ আমাকে বাংলা লিখতে হচ্ছে।

আপনাদের সকলের ঐকান্তিক সদিচ্চা ও অনেকের ব্যক্তিগতভাবে খোলাচিঠি পেয়ে আমরা অত্যন্ত আবেগাপ্লুত ও গভীরভাবে মর্মাহত। কারণ- আমাদের সাইট সমূহ একদিন অর্ধদিবস পর্যন্ত বন্ধ থাকার কারণে হয়তো অনেকে দু:খ প্রকাশ করেছেন। এজন্য আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ, আমাদের এহেন আচরণের জন্য আপনারা কিছু মনে করেন না। আসলে আমরা পৃথিবীর অনেক দেশের দিকে তাকালেই বুঝতে পারবো, এখনো আমরা বিভিন্ন দিক থেকে অনেক অনেক পিছিয়ে আছি। যেমন- প্রযুক্তি, শিক্ষা-দীক্ষা, আর্থিক, সামাজিক-অর্থনৈতিক ও সাবির্কভাবে বহুদুর পশ্চাদপদ। এহেন পরিস্থিতি হতে উত্তরণের জন্য শুধুমাত্র ব্যক্তি বিশেষ কাজ করলেই কোন সফলতা পাওয়া যাবে না।

 

এটি জানা সত্ত্বেও, তবুও গভীর আত্মবিশ্বাসের সহিত আমি আর জ্যোতি চাকমা Chakma Script সাইটটি কঠোর পরিশ্রমের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ” সকলকে নিজ ভাষায় স্ব-শিক্ষিত করে তোলা” । এখানে আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ জড়িত নেই। নেই কোন লাভ-লোকসানের হিসাব নিকাশ। সেজন্য আমি ক্রমাগত চাকমা ভাষার উপর লিখে যাচ্ছি। কিন্তু কোন প্রচার ও প্রকাশের মাধ্যম না পাওয়া আমরা এই ওয়েবকে বেছে নিলাম। ঠিক করলাম দুজনে মিলে প্রথমে কাজ শুরু করি। পরবর্তীতে যদি কোন স্ব-উদ্যোগী এবং স্বেচ্ছায় কাজ করার মত কোন ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে আমরা আরো অনেক দুর এগোতে পারবো।

 

এ প্রত্যাশাকে সমানে রেখে আমরা কাজ শুরু করি। এবং অনেক সাড়াও পাওয়া গেছে। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকলো। কোন চাক্‌মার যদি আপনার ভাষা, বর্ণ সম্পর্কে সামান্য পরিমাণও জ্ঞান থাকে তবে আমাদের সাথে শেয়ার করুন। আসুন, আমরা আমাদেরকে স্ব-শিক্ষায় শিক্ষিত করে, দেশ, দশ ও পৃথিবীর বুকে নিজেকে পরিচয় দিই- যে আমাদেরও সবকিছু আছে। শুধু প্রচার ও প্রকাশের অভাবে আজ আমাদের এ অবস্থা। ব্যক্তি বিশেষে কথা চিন্তা না করে, আমাদের জাত-ভাই, মা-বোনদের কথা চিন্তা করে, সকলে মিলে একত্রে, একসুত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যায়। আশা করা যায়, একদিন আমাদের অবশ্যই সফলতা আসবে।

 

বিশেষ দ্রষ্টব্য:
এ লেখায় যদি কোন ব্যক্তিবিশেষ, কোন প্রতিষ্ঠান বা কোন সংগঠনকে উদ্দেশ্য করে বলে কাউকে দু:খ প্রদান করে থাকে। প্লিজ, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রাথনা থাকলো।

 

Print Friendly, PDF & Email

3 Comments

  1. Joseph Chakma says:

    gOM lAGILU

  2. Mo nangan honna use gocchi dho hornopelung,…

    Tobe bivuti da.. carry on… mui agong…!!!

  3. Jyoti Chakma says:

    Joseph bei,

    To nangan hono jone use no goron, age jiyan elo sian to comment elo, http://www.culture.adibasiblogbd.com website dot agedi comment gojjoj. Gelle redot http://www.culture.adibasiblogbd.com Sub domainno Restore gorinei to comment naan echche.

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.