Subscribe: RSS Twitter

 

সূচনা:-

 আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ করার লক্ষ্যে আমি আর জ্যোতি নিরলসভাবে চাকমা ফন্ট নিয়ে কাজ করে যাচ্ছি। সেই প্রাচীন যুগ (বৈদ্যগণ যা ব্যহার করতো) হতে অদ্যাবধি পর্যন্ত ব্যবহৃত চাকমা ফন্টের বিভিন্ন নমুনা সংগ্রহ করে তার বিভিন্ন তুলনামূলক পর্যালোচনা করে আমরা দেখতে পেলাম যে হাতে লিখলে এক রকম আর কম্পিউটিং সিস্টেমে লিখলে আরেক রকম হতে পারে।তাই চাকমা ভাষায় যত ধরনের চিহ্ন আছে যে গুলো যাতে অক্ষরের সঠিক স্থানে বসে তা আগে সাজানো হলো। পরবর্তীতে তা বিভিন্ন Application এ test করা হলো। এতে দেখা যায় বর্ণগুলো সঠিকভাবে লেখা সম্ভব হচ্ছে এবং চিহ্ন সমূহ সঠিক স্থানে সেটিং হয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিলাম এবার একটি পুর্ণাঙ্গ চাকমা ফন্ট তৈরী প্রয়োজন। যা আমাদের পাঠ্য বই থেকে শুরু করে পত্র পত্রিকা, চিঠি-পত্র, মেইল ইত্যাদি লেখা সম্ভব হবে। আমরা তাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহযোগীতায় একটি পুর্ণাঙ্গ চাকমা ফন্ট (Alaam) তৈরী করি।

2012-12

যেভাবে কাজ শুরু হলো:-

আমরা সেই ২০১১ সাল হতে ০৬ অক্টোবর ২০১২ পর্যন্ত লম্বা সময় নিয়ে এ কাজটি সমাপ্ত করি। প্রথমে আমরা Unicode সম্পর্কে Unicode Consortium এর কাছে বিস্তারিত প্রশ্ন করি। তারা Rick McGowan (Unicode org) আমাদের চাকমা Font Unicode হওয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখা করেন এবং আমাদেরকে এ ব্যাপারে গাইড লাইন প্রদান করেন। শুরু হলো আমাদের নতুন অভিজ্ঞতা । বলা হলো প্রথমে একটি Unicode Chakma Font তৈরী করতে হবে এবং ফন্ট তৈরীর জন্য তারা আমাদেরকে Fontlab Company এর সাথে যোগাযোগ করতে বলেন। যোগ দিলাম Fontlab Forum এ সেখানে চাকমা ফন্ট কিভাবে Unicode Compatible করে তৈরী করা যায় তা নিয়ে বিভিন্ন পোষ্ট করি। সেখানে Fontlab এর IT Expert গণ Adam Twardoch(Fontlab), Alex Petrov(Fontlab) আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সেই মোতাবেক আমরা Font Developing Software ক্রয় করে কাজটি শুরু করি। দীর্ঘ এক বছর কাজ করার পর আমরা একটি Unicode Chakma Font নাম ‘RibengUniBJ’ নামে আত্ন প্রকাশ করি। কিন্তু এটিতে Open Type Layout ঠিক মতো কাজ না করায় চাকমা যুক্ত অক্ষর গুলো লেখা সম্ভব ছিল না। পরবর্তীতে এ ফন্টটি আমরা ‘RibengUni’ নামে নাম দিই। এতে সকল ধরনের Open Type Layout যুক্ত করা হয়। এটি একটি পুণাঙ্গ চাকমা Unicode Font নি:সন্দেহে বলা যেতে পারে।

পাশা পাশি Fontlab Forum এ যোগদানকৃত বিভিন্ন বিদেশীদের আনাগোনা। তারাও আমাদের পোষ্ট দেখতে পাই। সেখানে তারাও আমাদের উত্তর দেয়ার চেষ্টা করে। পরিচয় হয় Poland-দের অধিবাসী Jan Żurawski [Poland] এর সাথে [ Fontlab Forum এ বিস্তারিত পোষ্ট দেখতে চাইলে: http://forum.fontlab.com/index.php?topic=8547.0 ]। তিনি আমাদের ফন্টটি Open Type Layout যোগ করার জন্য যথেষ্ট সহায়তা করেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। তিনি যদিও আমাদের ভাষা বুঝতে পারেন না। সম্পুর্ণ ইংরেজীতে Translate করে তাকে সব কিছু বুঝানো হয়েছে তাই তার কাজ করতে সুবিধা হয়েছে। তবে সকল Testing আমাদের পক্ষ থেকে সম্পন্ন করা হয়।

কাজ সমাপ্ত হওয়ার পর এখন শুধু Implementation বাকী। তাই চাকমা ভাষা বিশ্বব্যাপী লেখার এবং দেখার জন্য Implementation কাজটি বিভিন্ন Software & Hardware নির্মাতা প্রতিষ্ঠান এ কাজটি করবে। তাই আমরা স্বরনাপন্ন হলাম Microsoft Company এর কাছে। তাদের Social Forum-এ যোগ দিলাম। এখানে কয়েটি Forum Post দেখুন:[(1) http://social.msdn.microsoft.com/Forums/en-US/Offtopic/thread/dc77a1cf-04ac-4db0-bb56-6da9244e584e ] [ (2) http://social.msdn.microsoft.com/Forums/en-US/windowscompatibility/thread/6e1e8d6d-46cc-4fc6-a5bc-20ccf1026f54 ] তারা Post এর জবাব এভাবে প্রদান করেছে।

পরিশেষে আমাদের চাকমা ইউনিকোড ফন্ট বিশ্বব্যাপী স্বীকৃত করার জন্য Microsoft Company এর In-charge of Script Adding  Peter Constable, Microsoft Company পক্ষ হতে ই-মেইলে এভাবে তাদের আশ্বাসবাণী প্রদান করে। এখানে তা হুবহু তুলে ধরা হলো :

[adding Andrew Glass, Simon Daniels]

Hi, Sereye.

As a general practice, we don’t ship fonts sent to us in this way (we get many such requests and could never accept them all). But I think what probably is of most interest for you is that we support your language and script in Windows.

As you probably know, we recently completed Windows 8, and hence it is too late to add new features to that product. Windows 8 supports a subset of scripts that were in Unicode 6.0, and as Chakma was added to Unicode in version 6.1, it is not among the scripts supported in Windows 8.

 As we work on successive releases of Windows, we are interested in extending the script support to provide functionality for more of the world’s living languages, enabling those language communities to use their own language with technology. Thus, I expect we will certainly consider adding support for Chakma script in a future version. I cannot provide any commitment at this point in relation to time frames, however. At some future time, we will probably be interested in gathering more information regarding Chakma, and I trust we might be able to obtain your assistance at that time.

 Kind regards

Peter Constable

 

John এভাবে Directly Peter Constable এর সাথে Contact করতে বলে [ যিনি চাকমা ভাষাকে ২০০৯ সালে Unicode Consortium এ Unicode করার আবেদন করেন]

I recommend directly contacting Peter Constable at Microsoft. Peter is in charge of adding support for new scripts in Windows. You can reach him at <petercon@microsoft.com>.

Regards, John


Tiro Typeworks        www.tiro.com
Gulf Islands, BC      tiro@tiro.com

The criminologist’s definition of ‘public order
crimes’ comes perilously close to the historian’s
description of ‘working-class leisure-time activity.’
– Sidney Harring, _Policing a Class Society_

কারা আমাদের অনুপ্রাণিত করেছে:-

চাকমা ফন্ট তৈরীর সময় আমরা [চাকমা কবি এবং বিশিষ্ট লেখক মৃত্তিকা চাকমা, সহকারী শিক্ষক- মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়, রাংগামাটি], [সুসময় চাকমা- পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি ], [শুভ্র জ্যোতি চাকমা- রিসার্চ অফিসার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাংগামাটি] প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন পরামর্শ এবং সাহায্য পেয়েছি। এছাড়া কাজটি সুচারুরুপে সম্পন্ন করার জন্য অনেক শুভাকাংক্ষী দেশে-বিদেশে অবস্থানরত চাকমাগণ আর্থিকভাবে সহায়তা করেছেন। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ।

 

শেষ কথা:-

আসুন আমরা এ ফন্টটির সঠিক ব্যবহার করি। সকলকে এ ভাষার প্রয়োজনীয়তা উপলদ্ধি করার জন্য উৎসাহ প্রদান করি। সকলে মিলে একটি ঐক্যবদ্ধ, সুন্দর ও উন্নত ও বৈশিষ্ট্যমন্দিত ভাষা হিসেবে আত্নপ্রকাশ করি। শুভ হোক এ অগ্রযাত্রা।

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

© 2329 Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.