উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত চাকমা বই CHAKMA PRIMER ছাড়া, আজ পর্যন্ত চাকমা ভাষা শেখার ক্ষেত্রে যুগোপযোগী চাকমা বই কেউ প্রকাশ করেনি। এই প্রথম চাকমা উচ্চারণ ও বাংলা অর্থসহ শুভ বিঝুর দিন অর্থাৎ ১লা বৈশাখা ১৪১৮ সাল রোজ, বৃহস্পতিবার বইটি প্রকাশ করা হলো।
এতদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের এই শুভ সংবাদটুকু দিতে পারিনি। বইটি রাংগামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার শীঘ্রই প্রেরণ করা হবে। চাকমা ভাষা সম্পর্কে জানতে আগ্রহীগণ বইটি পাওয়ার জন্য এই মুহুর্তে এই ওয়েবে এডমিনগণের সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন।
৭০ পৃষ্ঠার অফসেটে ছাপানো বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ।
নিচে বইটির কভারপেজ উপস্থাপন করা হলো: