Subscribe: RSS Twitter

বাঙালী, ইংরেজ এবং অন্যান্যদের মত আমাদের চাকমা ভাষায়ও প্রবাদ প্রবচন রয়েছে। আমাদের ভাষায় যাকে বলে দাঘ কদা বা প্রবাদ বাক্য । এখানে বিভিন্ন দাঘ কদা বা প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে।

 

তার আগে একটা কথা বলতে চাই- এই দাঘ কদা আমাদের ভবিষ্যত প্রজন্মকে অন্তত: বাংলা ভাষায় যে রকম ভাবে শিখানো হয় তদ্রুপভাবে শিখানো উচিত বলে আমি মনে করি। ফলশ্রুতিতে বাংলা ও ইংরেজি ভাষায় যেমন এই প্রবাদ বাক্যকে আমাদের চাকমারা অতি সহজে চিনতে বা বলতে পারে পক্ষান্তরে আমাদের ভাষায় এই দাঘ কদা সকলে অনর্গল বলতে পারে কিন্তু যদি কাউকে লিখতে বলা হয়, তবে সে থ মেরে হা করে বসে থাকা ছাড়া আর কোন গতি নেই।

 

এ উদ্দেশ্যেকে সামনে রেখে এই দাঘ কদা গুলো এখানে উপস্থাপন করা হলো। আশা করা যায় শিশুকাল হতে এই ভাষা শিখানো হলে কৈশর ও যৌবন বয়সে এগুলো পড়তে, লিখতে ও শিখতে আর বেগ পেতে হবে না।

 

আমাদের এখন সকলে উচিত আমাদের স্ব-শিক্ষায় শিক্ষিত হওয়া। আমরা চেষ্টা চালচ্ছি আপনাদের কিছু দেয়ার জন্য । কিন্তু একটা কথা এযাবতকাল কেউ এখনো আমাদের সাইট এ উপস্থাপনকৃত বই গুলোর ব্যাপারে কাউকে পরামর্শদানকারী হিসেবে পাওয়া গেলো না।  আমারা চাই আপনারাও আমাদের সাথে এগিয়ে আসুন……। কিছু দাঘ কদা এখানে উপস্থাপন করা হলো:

 

Print Friendly, PDF & Email

1 Comment

  1. Susamoy Chakma says:

    Goza-vittik Dhago Khada Collection gora dorkar. Our Culture and Research forumot chei padile kiju pa jei pare.

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.