একটা জাতি/জাতিসত্ত্বার রয়েছে তার নিজস্ব বর্ণমালা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য এবং ইতিহাস। অনুরুপ সেগুলি আমাদেরও রয়েছে । শুধু উদ্দ্যোগের অভাবে আজ আমাদের বর্ণমালা প্রায় বিলুপ্তির পথে। তাই একজন সচেতন নগারিক হিসেবে আমার উচিত উক্ত বর্ণমালা গুলো সংরক্ষণ করা । এবং সকলকে জানিয়ে দেয়া। জন্ম হতে আমরা যে ভাষা দিয়ে মা বলে ডাকি এটা সেই ভাষা। সবার আগে আমাদেরকে তা রক্ষা করার দায়িত্ব। আমি এখানে চাকমা ভাষাকে চাকমা উচ্চারণসহ বাংলা ভাষায় বর্ণনা করা চেষ্টা করেছি। তার মধ্যেও ভুল ক্রুটি থাকতে পারে। পাঠক মহলের কাছে অনুরোধ থাকলো ….ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে ভাষা প্রচার ও প্রসারিত করার সুযোগ দিবেন……
সকলের জন্য চাকমা ভাষা শিক্ষা বইটির কয়েক পৃষ্ঠা এখানে ভিজিটর মহলের জ্ঞাতার্থে তুলে ধরা হলো:-