আমাদের চাকমা ভাই-বোনেরা অনেকে বলেন যে, আমাদের চাকমা ভাষাকে Unicode এ রুপান্তর করার জন্য। কিন্তু আপনারা কি জানেন Unicode কি? সদয় জ্ঞাথার্তে এখানে দেখার জন্য অনুরোধ থাকলো: http://www.unicode.org/standard/translations/bangla.html. আর চাকমা বর্ণমালাকে যে কোন Application এ লেখার জন্য Unicode Standard করে তৈরী করতে হবে। সেই জন্য আগে Unicode Standard চাকমা ফন্ট নির্মাণ করতে হবে। আর এজন্য কি কি প্রয়োজন আপনাদের জানা আছে কি? কম্পিউটার প্রোগ্রামার বা বিষজ্ঞদের নিকট প্রশ্ন থাকলো? অথবা শুধুই কি Unicode Standard চাকমা ফন্ট নির্মাণ হলে সকল স্থানে এ ভাষার বর্ণ লেখা যাবে ও দেখা যাবে?? এর জন্য কি আলাদা কীবোর্ড টুলস প্রয়োজন আছে কি? ……………………………..
এ সকল নির্মাণের জন্য আমার জানা মতে US $ 1-2 হাজার ডলার প্রয়োজন। যা আমার/আমাদের পক্ষে সম্ভব নয়। http://www.unicode.org/charts/ এই লিংকে South Asian Scripts কলামের ৩ নাম্বার লাইলে Chakma Font এর Unicode Standard এর তথ্য দেখার জন্য অনুরোধ থাকলো দেখুন। ……..
এখন আপনারাই বলুন এখন আমাদের কি করা উচিত? Chakma Font কে Unicode Standard রুপান্তরের জন্য কি কি Software প্রয়োজন?? এবং কীবোর্ড টুলস নির্মাণের জন্য কি কি Software প্রয়োজন? যা আপনার কাছে আছে কি?……………………
Our Chakma Script Unicode Range ( 11100-1114F). We are need now Unicode encoding tools software. Here the Link:- http://www.fontlab.com/font-editor/fontlab-studio/……..
যা আমাদের একার পক্ষে এ Software গুলো ক্রয় করা কখনও সম্ভব নয়। তাই এ ভাষাকে পৃথিবীর সকল স্থানে এবং সব সময় যেখানে ইচ্ছে লেখার এবং দেখার জন্য আপনাদের সকলের এগিয়ে আসতে হবে।
এ লেখাটি পড়ে যদি কারো আমাদের ভাষা ও বর্ণের উন্নয়নের প্রতি বিন্দু পরিমাণও চেতনা জাগে । তবে, আপনি নিজে তা করুন অথবা আপনার/ আপনাদের ইচ্ছে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
সুজ মরিজ ( 01553213804 or, E-mail: info@hilledu.com ) or, জ্যোতি (01555001211 or, E-mail: info@hillbd.com) ।
……………সকলকে ধন্যবাদ।