Subscribe: RSS Twitter

কোন ব্যক্তি/প্রতিষ্ঠান বা অন্য কোন সংঘ অর্থাৎ যারা যারা সহায়তা করবেন তাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে

বাংলাদেশে বসবাসরত  আদিবাসী জনগোষ্ঠিরা আমরা অনেকক্ষেত্রেই পিছিয়ে পড়ে আছি  ।  তাই একজন সচেতন আদিবাসী হিসাবে আমি মনে করি আমাদের জাতীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারন করে লালন করার ক্ষেত্রে প্রযুক্তির ভুমিকা অনস্বীকার্য। কারণ কালের আবর্তনে আদিবাসী নিজস্ব বর্ণমালা ও নিজস্ব সংস্কৃতি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি একদিন ইতিহাসের মত মনে হবে।

এই প্রয়োজনীয়তার উপলদ্ধি থেকে কিছু একটা করার স্বপ্ন ছিল আমার দীর্ঘ দিনের। এই প্রচেষ্টাকে আরেকটু সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার এই আদিবাসী বর্ণমালা এবং সংস্কৃতি নিয়ে ওয়েবসাইটে কাজ করা। যেন বিশ্ববাসী জানে আমাদেরও নিজস্ব সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে।

মূল কথা

ওয়েবসাইট নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় সম্মূখীন হয়েছি। যার কারনে একটি ব্লগ সাইট বন্ধ করতে বাধ্য হয়েছি। ইদানিং সবচেয়ে যে সমস্যায় সম্মুখীন তা হলো অর্থের সমস্যা। বর্তমানে আমি নিচের দুইটি ওয়েবসাইট হালনাগাদ করছি।

১। www.hilledu.com ( আদিবাসী বর্ণমালা)

২। www.hillbd.com ( এটি সম্পূর্ণ নতুন, আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য)

পর্যবেক্ষণ করে দেখলাম একটি ওয়েবসাইট চালাতে গেলে বছরে মোটামুটি অনেক টাকা খরচ হয়। যা আমার মতো একজন সাধারণ ছাত্রে পক্ষে চালানো আসলে কষ্ট সাধ্য। যা নিয়মিত ব্যয় হয়-

১।   বাৎসরিক হোস্টিং ও ডোমেইন বিল

২।   হাই স্পিড ইন্টার্নেট বিল।

দুইটি ওয়েবসাইটে বছরে শুধু আমার যে খরচগুলো হচ্ছে তা নিচে দিয়ে দিলাম।

1. 1GB Hosting Hilledu (US Server) = 1800TK

2.  1GB Hosting Hillbd (UK Server) = 3500TK

3. 2 Domain  (800*2)  Yearly            =   1600TK

3. Internet 512kbbs per month Avr.1000 (1000*12) = 12000TK

Total Yearly = 18900TK

নিচেদুই মাসের ইন্টার্নেট বিল দিলাম।

 

আপনাদের মনে হয়তো কয়েকটা Option আসতে পারে; তা হলো:- কম খরচের মোবাইল ইন্টার্নেট ব্যবহার করলেতো চলে। হ্যাঁ তা চলতো বটে; সমস্যা থাকার কারণে মোবাইল ইন্টার্নেট দিয়ে ওয়েববসাইট উন্নয়ন করা কোনভাবেই সম্ভব নয়।

১।   GP বা অন্য অপারেটর ইন্টার্নেটের আপলোড স্পিড খুবই কম।

২।   City cell ইন্টার্নেটের Bandwidth Usage Limit খুব কম, ৩০০ টাকা দিয়ে মাত্র ৮০০ MB, যা ৫ দিনের উপরে যাবেনা।

বিত্তবান আদিবাসী বা কোন প্রতিষ্ঠান সহায়তায় এগিয়ে না আসলে আমার পক্ষে ২/৩ মাসের উপরে আর ওয়েবসাইটগুলি চালানো বা হালনাগাদ বা ডোমেইন ও হোস্টিং Renew করা সম্ভব হবেনা। হয়তো পরবর্তীতে আমার সম্পূর্ণ কার্যক্রম গুটিয়ে ফেলতে বাধ্য হবো। কারণ, একজন সাধারণ বিশ্ববিদ্যালয় পড়ুরা ছাত্রের পক্ষে টাকা খরচ করে ওয়াবসাইট চালানো অসম্ভব ব্যাপার।

আপনাদের যদি আমার ওয়েবসাইটের কার্যক্রম ভালো লাগে; তাহলে ওয়েবসাইট গুলির গুরুত্ব, প্রয়োজনীতা এবং পরিধির কথা চিন্তা করে সকলের বৃহত্তর স্বার্থে ওয়েবসাইটগুলি চালাতে সহায়তা করুন। আমি সম্পূর্ণ খরচ বহন করার জন্য বলছিনা। ডোমেইন এবং হোস্টিং খরচে সহায়তা করলেও সাইটগুলি চালিয়ে নেয়ার চেষ্টা করবো।

 

ব্যাংক একাউন্ট নম্বর –

Jyoti Chakma

Duch Bangla Bank Limited (DBBL)

DBBL- 171.101.170845

 


প্রবাসী আদিবাসী গণ Western Union এ পাঠাতে পারেন-

National ID Name- Jyoti Chakm

অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন-

০১৫৫৫০০১২১১,

০1815-605570


কোন ব্যক্তি/প্রতিষ্ঠান বা অন্য কোন সংঘ অর্থাৎ যারা যারা সহায়তা করবেন তাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রয়োজনে খরচের হিসাব দেখানো হবে।


ওয়েবসাইটগুলি চালিয়ে নেয়ার দায়িত্ব আপনাদের উপড় ছেড়ে দিলাম।

Print Friendly, PDF & Email

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.