এটি চাকমা ভাষায় অঝা পাতের পাঁচ নম্বর বর্ণ। এটির নাম চিঁলাম-ঙা ( বাংলা বর্ণ ঙ এর সমতুল্য) এবং ইংরেজি বর্ণ Ng এর মত অনেকটা। তবে, একটা কথা মনে রাখা উচিত আমাদের চাঙমা ভাষায় সকল বর্ণ কিন্তু আ-কার যুক্ত(যা আপনি হয়তো এতদিন লক্ষ্য করে আসছেন)। অনুরুপভাবে চাকমা ভাষায় যত বর্ণ আছে সবি সচিত্রে একটি একটি করে শিখানো হবে। প্লিজ, একটু অপেক্ষা করুন। যার শুরু আছে তার শেষও আছে।
এবার এ বর্ণটি কিভাবে নির্মাণ করতে হয় সচিত্রে তা দেখুন:-
প্রশ্ন:-১। এ বর্ণটি চাকমা ভাষায় অঝা পাতের কত নম্বর বর্ণ?
প্রশ্ন:-২। এ বর্ণটি দেখে দু-একবার লেখার চেষ্টা করুন?
প্রশ্ন:-৩। এ বর্ণটি কীবোর্ডের কোন কীতে অবস্থান করতেছে?
এর পরবর্তীতে এ সকল বর্ণের ব্যবহার দেখানো হবে। শুধু চাকমা বর্ণ লিখলে আপনি চাকমা ভাষায় পারদর্শী হতে পারবেন না। বাংলা বা ইংরেজি ভাষায় যেমন গ্রামাটিক্যাল কিছু কিছু নিয়ম আছে। অনুরুপ চাকমা ভাষায়ও বিদ্যমান। যা পরবর্তীতে শিখানো হবে। কোন বর্ণে কোন কোন চিহ্ন ব্যবহার করা যায় তাও বর্ণনা করা হবে।
একটা কথা সব সময় স্বরন রাখবেন; যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছেন। ভয় পাবার কিছু নেই। আপনি এগিয়ে যান তিনিই সাথে আছেন।
এটাও স্বরন রাখতে হবে…. এ কাজ করে আপনি কি পেলেন বা কি লাভ হলো, সেটা বড় কথা নয়, আপনি অন্যকে কি দিলেন সেটাই মুখ্য বিষয়। ধন্যবাদ।