Subscribe: RSS Twitter

 

আপনার যদি এতদিন পর অভ্যাস/ পর চর্চা থাকে তা আজ হতে মুছে/বাদ দিন; আমি বুঝাতে চাচ্ছি আপনি এতদিন… আমাদের নিজস্ব ভাষায় লেখা পড়া না শিখে বাংলা ও ইংরেজি ভাষায় শিখে আসছেন। এখন শুধুমাত্র নিজস্ব উদ্যোগে আপনাকে তা শিখতে হবে (এবং কারো সাহায্য ছাড়াই)। তার জন্য আপনার একটিমাত্র পিসি আর ধৈর্য্য ও আগ্রহের প্রয়োজন; তাছাড়া আমার মতে আপনার আর কিছুই প্রয়োজন নেই। আপনি একাই যথেষ্ট এছাড়া হিলএডুকেশন তো আপনার পাশেই আছে; No Problem; Just Promise and begin the work, that’s enough. আপনি যদি বিজ্ঞান বিভাগের ছাত্র হন; তবে আরো ভালো হয়।

এতদিন আমাদের ভাষা ও বর্ণ লিখার জন্য হয়তো আমাদের অনেক লোক/ব্যক্তি হাজার হাজার টাকা নষ্ট করে আসছে। শুধুমাত্র এই চাকমা ফন্ট তৈরির জন্য, তাও নিজের মনের মতো বানানো হয়নি। হায়রে! কপাল! No কপাল নয়; এজন্য আপনি নিজেই দায়ীকেননা… আপনি একবারও জানতে চাইলেন না? অথবা আগ্রহ প্রকাশ করলেন না আমাদের এ চাকমা ফন্ট কিভাবে নির্মাণ বা তৈরি করা যায় এবং কম্পিউটার সিস্টেমে তা Input করা যায়। আদৌ কি কারো কাছে প্রশ্ন করছিলেন?? বা নিজে নিজে জানতে চাইছিলেন?? না তা করা হয়নি। এবার তা করা হবে……………এবং করবেন………..

এবার আসি মুল কথায়…. আপনি কি Adobe Photoshop বা Illustrator বা Photo Paint এমনি কি MS Word এর Drawing Tool নিয়ে কাজ করেছেন? যদি করে থাকেন; তবে আপনিও পারবেন। বিবিসি জানালার মতো বলতেই হয়.…. চাইলেই আপনিও পারবেন!! কোন সন্দেহ নেই।

চাকমা ফন্ট তৈরির জন্য এতদিন হয়তো বহু লোকের কাছে/পিছনে পিছনে ঘুরছেন(অন্তত: আমার মত ঘুরেননি)। কিন্তু আশায় আশায় দিন কাটিয়েছেন; আশায় আশায় দিন গেলো কোন কাজ হলো নাকো; আপনার হয়েছে সেই অবস্থা। আর নয়, অন্যের কাছে সাহায্য বা অন্যের ধন্য ধরা। আপনার কোন টাকাও ব্যয় করা লাগবে না। যা হয়তো আপনি ইতিপুর্বে করে এসেছেন। আমিও পারি, আপনিও পারবেন— এই হবে আমাদের শপথ। হিলএডুকেশন অতন্ত এই অভয় বাণী শুনাতে পারে-আপনাকে

শুরু করা যাক……. কিভাবে চাকমা ফন্ট তৈরি করবেন……..

নিয়ম:

  • আপনার কোন Font Editing Tool আছে কি?
  • না থাকলে Font Editing Tool সংগ্রহ করুন।
  • Font Editing Tool (Fontographer, Fontlab… etc)
  • সংগ্রহ হলে আপনার পিসিতে Install করুন।
  • এবার ঐ program run করুন।
  • শুরু করুন …. আপনার সেই কাঙ্খিত কোন এক সময় দেখা স্বপ্নে বা বাস্তবে লালয়িত আকাঙ্খা পুরণের পালা। অর্থাৎ আপনি যদি আমার মত হন…. যেমন আমি শৈশবকাল হতে মনে মনে বলতাম আমি একদিন এ চাকমা বর্ণ ও ভাষাকে নিয়ে বই লিখবো। এবং আমার মনের মতো ফন্ট তৈরি করবো। আজ সেই স্বপ্ন আমার পুরণ হয়েছে।
  • আর আমি তা সকলের মাঝে ভাগা ভাগি করতে চাই………….

নিচেই দেখুন কিভাবে চাকমা ফন্ট তৈরি করতে হয়। ধন্যবাদ সকলকে ।


এ পর্ব শেষ পর্যন্ত দেখার জন্য নিয়মিত চোখ রাখুন হিলএডুকেশনে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.