Subscribe: RSS Twitter

 

নতুন চাঙমা ফন্ট BivuNabaKhama   তে স্বাগতম।  সকলের কাছে ফন্টটি উন্মুক্ত করা হলো।


প্লিজ ফন্টটি এখান থেকে ডাউনলোড করুন:-

 


অনেক প্রতীক্ষা ও অপেক্ষার পর কোন যাদু-মন্ত্র দিয়ে নয়, নিজ হাতে বানানো (কারো সাহায্য ছাড়াই- যেমন কেউ কেউ ফন্ট তৈরি করেছে; হাজার হাজার টাকা দিয়ে অন্যের হাত দিয়ে বানানো; যা আমাদের মনের কথা লিখতে ও বলতে সেই ফন্ট ব্যর্থ হয়েছে, আমি নাম আর দ্বিতীয়বার উল্লেখ করবো না, কারণ-তারা মনে কষ্ট ও ব্যাথা অনুভব করবে)।

 

নিজ হাতে বানানো এ ফন্টটি সম্পুর্ণরুপে Develop করা হয়েছে। যদিও চাঙমা বর্ণ সমূহ লিখতে কি করা লাগবে এ যাবৎ কেউ প্রশ্ন করলো না, সেহেতু বুঝা যাচ্ছে চাকমা ফন্টের ব্যপারে কারো কোন আগ্রহ নেই।


যারা ফন্টটি ডাউনলোড করেছেন আপনাদের সকলকে এ ফন্ট ব্যবহার করার জন্য আন্তরিক ধন্যবাদ। অন্যদিকে শত শত জনমানব নেটে দেখা গেলেও আমাদের ফন্ট এর ব্যাপারে এবং ভাষা ও বর্ণ শিক্ষার ক্ষেত্রে কোন আগ্রহ ও উদ্দীপনা না থাকায়; এ আগ্রহ বৃদ্ধি করণের লক্ষ্যে হিলএডুকেশন কর্তৃক অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তৈরীকৃত এ ফন্টটি বিনামুল্যে ব্যবহার করার জন্য সকলের কাছে উন্মুক্ত করা হলো ।

এ ফন্টটি সম্পুর্ণ নিজস্ব শৈলী ও নিজের স্টাইলে বানানো হয়েছে। আশা করা যায় এ ফন্টটি চাকমা ভাষা প্রচার ও বিস্তার এবং ভাষা ও বর্ণ শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও উপকারে আসবে।

কাজে লাগবে আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য। এ পৃথিবীতে কত রঙের মানুষ দেখলাম; কেউ ব্যবসা করে টাকা পয়সা দিয়ে, কেউ করে জায়গা জমি নিয়ে; কেউ করে মালামাল নিয়ে; আর কেউবা করে নি:স্বার্থভাবে।

হায়রে দুনিয়া; তুমি কবে হবে মহান!! যার ফলশ্রুতিতে সাধারণ, গরীব মেধাবী মুখ ভোগ করবে আপনার সামান্য অনুপ্রেরণা।  প্লিজ, পাঠকমহল কিছু মনে করবেন না; দু:খে, কষ্টে, নিজেকে সান্ত্বনা দেয়ার জন্য এ কথা গুলো মনের অজান্তে উচ্চারণ করলাম।

এখন সেই স্কুল ও কলেজ জীবনের কথা মনে পড়তেছে। বিশেষ করে আমাদের টিচারগণের কথা যাদের কারণে আজ আমি চাকমা ভাষাসহ, বাংলা ইংরেজি ভাষায় সামান্য পরিমান হলেও জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছি।

আমি একটা কথায় সব সময় বিশ্বাসী সেটা হচ্ছে ” আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন”, তা হোক এখন না হয় দুদিন পরে

দেখুন ফন্টটির বাহ্যিক রুপ:- 

 

এ ফন্টটির ব্যবহার কোন একটা পোস্টে প্রদান করা হয়েছে; প্লিজ সেখান থেকে পড়ে নিন/ডাউনলোড করে নিন।

ফন্টটি ব্যবহার করার পর আপনার মন্তব্য ফেসবুকে Step by step learning Chakma Alphabet  গ্রুপে অথবা আমাদের সাইটে জানাতে পারেন।

ধন্যবাদ

হিলএডুকেশন কর্তৃপক্ষ

 

Print Friendly, PDF & Email

1 Comment

  1. Odong Chakma says:

    Dangu Suz Moriz

    Patturuturu twr valedi hamanittei. Mui twr baneiye changma fonttun download goribar chelung. Nw parong. Ebosong download goribar somoy ahgeni?

    Valedi janeine chitdigol patturuturu!

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.