Subscribe: RSS Twitter

 

এটি চাকমা বর্ণের বলে মাত্যে অহরকের (ব্যঞ্জণবর্ণ) চার নাম্বার বর্ণ। এ বর্ণটি বাংলা ঘ এর মতো এবং ইংরেজি GHA এর মতো অনেকটা। এক বর্ণটিতে মাজ্যা ব্যবহার করা যায় না। এছাড়া অন্যান্য সকল চিহ্ন সমূহ ব্যবহার করা যায়। 

এবার চলুন, এ বর্ণটির নির্মাণ দেখা যাক:-

 

প্রশ্ন:-১।  এ বর্ণটি চাকমা ভাষায় কত নাম্বার বর্ণ?

প্রশ্ন:-২।  এ বর্ণটিতে কোন চিহ্ন ব্যবহার করা যায় না?

প্রশ্ন:-৩।  এ বর্ণটি দেখার পর দু-এক বার উচ্চারণ করুন এবং লিখুন?

 

চেষ্টা করুন। চাইলেই আপনিও পারবেন। ধন্যবাদ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.