Subscribe: RSS Twitter

বিভূতি চাকমা ধান্য নামে আমি যে চাকমা ফন্টটি তৈরি করেছি। তাতে কোন যুক্ত অক্ষর রাখিনি। য-ফলা, র-ফলা ছাড়া কোন ফলা রাখিনি।  তবে ঐ বর্ণটি এবং সাথে কারচিহ্ন রেখেছি। এবং স্বরবর্ণ ও ব্যঞ্জণবর্ণসহ মোট ৩৯টি বর্ণ রেখেছি। যা উসাই কর্তৃক প্রকাশিত বইটি উল্লেখযোগ্য।


যে চিহ্নগুলো রাখা হয়েছে তা নিম্নে প্রদান করা হলো:

  • উবরতুললিয়া
  • মাজ্যা
  • বান্যে
  • একটান
  • দেল ভাঙিলে
  • এ-কার
  • ও-কার
  • ওয়া-কার
  • য-ফলা
  • র-ফলা
  • একফুদা
  • দ্বিফুদা
  • চানফুদা
  • ঐ-কার

যা মাদি এবং উসাই হতে একটু ভিন্ন । আশা করি এ ফন্টটি ব্যবহার করে আমরা চাকমা জাত-ভাই, মা-বোনেরা উপকৃত হতে পারবে। আমার দৃষ্টিতে চাকমা লেখা লেখার জন্য উপরে বর্ণিত চিহ্নগুলো যথেষ্ট।


এর পরও উক্ত ফন্ট এ কোন চিহ্ন এবং বর্ণ সংযাজন করার প্রয়োজন হলে, প্লিজ পরামর্শ প্রদান করুন।


আপনার পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। আর আমি মনে করি জনগণের পরামর্শই সঠিক এবং যুক্তিযুক্তি।

আশা করি এ পোষ্টটি দেখার পর আপনাদের মন্তব্য পাবো। এবং দেশ ও জনগণের উপকার করার সুযোগ করতে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।


 

Print Friendly, PDF & Email

2 Comments

  1. হাল্লোং , হাত্তো ল, লেগদে যদি’ সুচ্চেঙ্গে কা ‘ লোই লেগা পরে সালেন কলকাতা হিঙই রি লেগিবোং ?? চাকমা লেগাত হি ‘হ’ অক্ষর বো নেই ??

  2. Suz Moriz says:

    ধন্যবাদ মন্তব্য করার জন্য। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাংগামাটি কর্তৃক চাকমা পতথম পাত তে উবরমুয়া – হা বর্ণটি আছে। এছাড়া Maadi কর্তৃক প্রকাশিত চাকমা লেঘা সিঘেনী বজর-২০১১ তে উক্ত বর্ণটি উবোরমুও- আহ্ হিসেবে ডাকা হয়েছে। যে যাই ডাকুক না কেন বর্ণটি কিন্তু আমাদের চাকমা ভাষায় বিদ্যমান রয়েছে। আমরা Alaam চাকমা ফন্টটিতে এ বর্ণটি ফলা হিসেবে রাখা হয়েছে। এখান থেকে তা ডাউনলোড করুন:https://hilledu.com/download-fonts/

Leave a Reply

© 3501 Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.