আশা করি চাকমা ভাষা সম্পর্কে যারা জানতেন, আরো জানার আগ্রহ ছিলো তাদের জন্য এটি খুবই কার্যকরী ভূমিকা রাখবে। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ এবং প্রযুক্তি নির্ভর। তাই আপনাদেরকেও সে রকম হতে হবে। তাই ঘরে হাত ঘুটিয়ে বসে না থেকে অজানাকে জানার চেষ্টা করি এবং যেটা আমি জানি সেটা অন্যকে জানানোর জন্য উৎসাহ প্রদান করি। সবচেয়ে মজার বিষয় হলো- এযাবত কাল আমাদের (চাকমা) বর্ণ ও ভাষাকে নিয়ে যে বই লেখা হলো তা এখনো পাঠ্যবই রুপে কেউ প্রকাশ করেনি। যার দরুন আজ আমাদের মাঝে এই ভাষা ও বর্ণ লেখা নিয়ে ভিন্ন ও দ্বিমত দেখা দিয়েছে। এখানে আমাদের ভাষা নিয়ে কিছু মতামত প্রদান করা হলো। আশা করি একদিন কাজে লাগবে। তবে হ্যা, Facebook এ আমার সৃষ্ট Group name” Step by step learning Chakma Language” এ চাকমা ভাষা সম্পর্কে মতামত, পরামর্শ ও জিজ্ঞাসিত সকল প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন বলে আশা রাখছি।