সকল জাতি/জাতিস্বত্ত্বার রয়েছে তার নিজস্ব বৈশিষ্ট্য, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য । পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে মানব জাতির গতিধারায় তা প্রত্যক্ষ/পরোক্ষভাবে পরিলক্ষিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বসবাসরত চাকমাদের রয়েছে নিজস্ব বর্ণমালা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। তারই সামান্য প্রমাণ এখানে তুলে ধরা হলো। বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষ জানুক আমাদের ও আছে নিজস্ব বর্ণমালা, ভাষা এবং তা লেখার এবং বলার স্টাইল। এই ভাষা অন্যান্য ভাষা হতে সম্পুর্ণ আলাদা এবং বৈশিষ্ট্যে পরিপুর্ণ । । পৃথিবীর সকল জ্ঞান পিপাষু মানুষ এই ভাষার বর্ণমালা এবং ভাষা শেখার স্টাইল জানুক। প্রথম প্রকাশনা বলে ভুলত্রুটি থাকতে পারে। তাই পাঠক মহলের কাছে অনুরোধ থাকলো ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন..