এই বইটি বেকলমাত্র তাদের জন্য যারা চাকমা ভাষায় পারদর্শী । এই বইটি ক্লাস-২তে বাংলা ভাষায় চাকমা উচ্চারণ সহ ছিলো। কিন্তু আমাদের ভাষাকে আমরা এখানে প্রাধান্য দিয়েছি বলে চাকমা ভাষায় এটা আদালাভাবে প্রকাশ করা হলো। হয়তো যারা Beginner তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তাই বলে ঘাবড়ানোর কিছু নেই। যাহোক, একদিন আপনিও লিখতে পারবেন, পড়তে পারবেন। চেষ্টা করে দেখুন। আশা করি একদিন সফল হবেন। কোন কিছুতে সফলতা অর্জনের জন্য অনুশীলন ও চর্চার কোন বিকল্প নেই। বইটি পড়তে সমস্যা হলে “চাকমা বই ক্লাস-১” দেখতে পারেন