অনেক কিছু আকাংখা নিয়ে একমাত্র নিজস্ব প্রচেষ্টায় চাকমা ভাষা ও বর্ণ নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। তা হাটি হাটি পা পা করে অনেক দুরও অগ্রসর হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন চাকমা ফন্টও নির্মাণ করেছি।পাশাপাশি চাকমা ভাষাকে অনলাইনে লেখার এবং দেখার জন্য চাকমা ইউনিকোড ফন্টও তৈরী করেছি। অপর দিকে চাকমা উইকি’র কাজটি অনেকটা এগিয়েছিল। অনলাইনে পোষ্ট করা, চাকমা ফন্ট এবং কীবোর্ড developed হতে চিরবিদায় নিতে যাচ্ছি। আমি অত্যন্ত দু:খিত ও মর্মাহত অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই সুকর্ম হতে আমাকে দীর্ঘ বিরতি নিতে হচ্ছে। হয়তো আমার কর্মই আমাকে তা করাতে বাধ্য করছে।
যাক, যারা আমাদের বর্ণ ও ভাষাকে অন্তরের অন্ত:স্থল হতে ভালবাসেন তারা অবশ্যই নিজের উদ্যোগে এ কাজটি করে যাবেন। অনলাইনে আমার অনুপস্থিতিতে কোন শুণ্যতার যেন সৃষ্টি না হয় তা চাকমা ভাষা ও বর্ণপ্রেমীদের করজোড়ে অনুরোধ করবো তারা এটি টিকিয়ে রাখার জন্য যেন আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখেন। একটা কথা সব সময় স্মরণ রাখতে হবে:- একা সব কিছু করা কখনও কারো পক্ষে সম্ভব নয়। কোন একটা কাজ সুচারুরুপে সম্পন্ন করতে গেলে তার পেছনে অনেক জিনিস অংগাঅংগীভাবে জড়িত থাকে। আমি মনে করি এখানে তার অভাব রয়েছে।
আমার সাধ্য এবং সার্মথ্য অনুযায়ী আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক গুণীজনের এবং উচ্চপর্যায়ের ব্যাক্তির কাছে বিষয়টি উপস্থাপন করেছি। কিন্তু তেমন কোন সুফল পাওয়া যায়নি।আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি জানি না এই বোঝানোর ক্ষেত্রে আমার কোন ভূলক্রুটি ছিল কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পৃথিবীতে সব কিছু জয় করা একার পক্ষে কখনও সম্ভব নয়। তাই আমিও আমার মিশন হতে মাঝ পথে থেমে যেতে বাধ্য হলাম। বিষয়টি আমাদের সমাজের জন্য ব্যক্তি পর্যায়ে তেমন কোন প্রভাব না পড়লেও বৃহত্তর স্বার্থে কিছুটা বাধাগ্রস্থ হয়েছে বলে মনে হচ্ছে না।
আমার অনুপস্থিতিতে যেন আমার মত শত শত সুজ মরিজের আগমন ঘটে তার শুভ কামনা থাকলো। সবাইকে শুভেচ্ছা।