Subscribe: RSS Twitter

চাকমা রাজা, ইউএনডিপি পরিচালক(Chakma Language Developing Sector), পরিচালক, নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট(রাংগামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, মাননীয় মন্ত্রীমহোদয়গণের কাছে হিলএডুকেশনের বিনীত আবেদন।

শ্রদ্ধেয়

চাকমা রাজা, ইউএনডিপি পরিচালক(Adibasi Language Developing Sector), পরিচালক, নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট(রাংগামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান এবং পার্বত্য মাননীয় মন্ত্রীমহোদয়গণ।

 

হিলএডুকেশনের পক্ষ হতে আমার আন্তরিক নমস্কার গ্রহণ করবেন। আশা করি আপনারা যার যার কর্মস্থল এবং পারিবারিক জীবন নিয়ে ভালোই আছেন। আশা করি ভালো থেকে আমাদের জাত (বিশেষ করে Chakma Language Developing Sector) ও জাতীয় উন্নয়নের জন্য আপনারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমাদের নিম্নবর্ণিত কার্যক্রম আপনারা গ্রহণ করে থাকেন:-

  • পার্বত্য ভাষা ও বর্ণ সংরক্ষণ
  • এ ভাষা সংক্রান্ত পাঠ্য বই প্রকাশ করণ এবং সে অনুযায়ী ভাষা ও বর্ণমালা শিক্ষা প্রদান
  • ভাষা সংক্রান্ত ফন্ট নির্মাণ
  • সর্বোপুরি, এ ভাষা ও বর্ণমালা নিয়ে চর্চা, অনুশীলন এবং গবেষণা করণ ।

 

আমি শুনে অত্যন্ত খুশি ও আশান্বিত যে, আমাদের পার্বত্যবাসীগণের জন্য আপনাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আপনাদের সহযোগিতায় আমাদের ভাষা ও বর্ণ আজ সমৃদ্ধশালী হতে চলেছে। এরই পাশাপাশি হিলএডুকেশন ভাষা ও বর্ণ রক্ষার্থে তার সুন্দর ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা দেশ ও বিদেশের মাটিতে নিজের মাতৃভাষাকে পরিচিতি তুলে ধরতে সক্ষম হয়েছে। যার সচিত্র প্রমাণ এখানে তুলে ধরা হলো:-

 

আশা করা যায়, আপনাদের সকলের ঐকান্তিক অনুপ্রেরণা ও সহযোগিতা পেলে এ কার্যক্রম আরো বেগবান হবে। হিলএডুকেশন সম্পুর্ণ নিজস্ব চেষ্টায়, কারো সাহায্য ছাড়াই এ যাবত কাল এ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রমকে আরো সুদুর প্রসারি ও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গরীব, মেধাবী, তরুণ যুব সমাজকে ধাপে ধাপে এগিয়ে আনার জন্য হিলএডুকেশন এ কার্যক্রম হাতে নিয়েছে(গত ২১ শে ফেব্রুয়ারি ২০১১ তারিখে প্রষ্ঠিতা লাভ করে)। আস্তে আস্তে হিলএডুকেশন তার গুটি গুটি পায়ে এগিয়ে আজ এ পর্যায়ে চলে এসেছে। যা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন।

 

 

হিলএডুকেশন যখন সর্বপ্রথম তার কার্যক্রম গ্রহণ করে তখন চাকমা ভাষা ও বর্ণ উন্নয়নের জন্য অনেক জনের কাছে চাকমা ফন্ট এর জন্য সাহায্যের আবেদন জানিয়েছে। কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি, এ মুহুর্তটি হিলএডুকেশনের জন্য একটি বেদনাদায়ক অধ্যায়। যাক, এখন অক্লান্ত পরিশ্রম, নিজস্ব মেধা ও জ্ঞানের সমন্বয়ে সম্পুর্ণ নিজস্ব স্টাইলে তৈরী চাকমা ভাষা ও বর্ণকে রক্ষার্থে এবং এ ভাষা উন্নয়নের জন্য গত ১৭ জুন ২০১১ রোজ, শুক্রবার “BivuNabaKhama” নামক নতুন চাকমা ফন্টটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে (ভাষা হোক সুদুর প্রসারি)। এতে চাকমা ভাষার অস্তিত্ব রক্ষার্থে এটি সামান্য পরিমান হলেও অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে অতন্ত এ আশাবাদ ব্যক্ত করা যায়।

 

হিলএডুকেশন পরবর্তীতে চাকমা ভাষা কীবোর্ড টুলস নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এতে অনেক মেধাবী মুখের প্রয়োজন। বিশেষ করে যারা কম্পিউটারে পারদর্শী। আর ফন্ট উন্নয়নের জন্যও একই কথা সমহারে প্রযোজ্য। তাই আপনাদের কাছে আকুল আবেদন …. আপনারা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী মেধা দিয়ে, উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করে, অথবা আপনারা যা ইচ্ছা পোষন করেন তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে আমাদের ভাষা ও বর্ণকে রক্ষা করুন এবং নিজের অস্তিত্বকে আজীবন বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেকে উৎসর্গ করুন।

 

এছাড়াও, ইতোমধ্যে হিলএডুকেশন চাকমা ভাষা সংক্রান্ত Class I এর সমমান চাকমা বই প্রকাশ করেছে । যা হয়তো এখন আনেকের কাছে পৌছে গেছে। এ বইটি সম্পুর্ণ নতুন সংস্করণ করা হয়েছে। যা হিলএডুকেশন আগামী ১ মাসের মধ্যে নতুন ও পরিমার্জিত সংস্করণ বের করার ইচ্ছা পোষন করছে।

 

পরিশেষে মহোদয়গণের কাছে আকুল আবেদন। আমার ও আপনার জন্য নয়, গোটা পার্বত্যবাসীর জন্য এ ভাষা ও বর্ণকে সকলের কাছে উন্মুক্ত করার প্রয়াশে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবং অগণিত জনমানব যারা এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে সাহায্য করতে আপনাদের একান্ত মর্জি হয়।

 

 

 

 

 

বিনীত আবেদক

হিলএডুকেশনের

প্রধান উদ্যোক্তা এবং সঞ্চালক

নিচে হিলএডুকেশন কর্তৃক প্রকাশিত বই ” সংশোধিত এবং পরিমার্জিত রুপ” এবং নব নির্মিত চাকমা ফন্ট ” BivuNabaKhama” সচিত্র দেখানো হলো:-

 

Print Friendly, PDF & Email

2 Comments

  1. Bivu,
    Site mapor talikani borna anuchare sjele dol abo. Aro Site mapo dakkyan An appeal chalu gori paroch, shei chaptarot bana tebo abedon babodor lega . Na bujile phone pujar la.

    Susamoy

  2. Suz Moriz says:

    Uncle, toma kodha tik aghe. Hoi-ek din pore ami gome dhalei sajebong. Te adokke abedon babodor legha siyot raghebong. Agha gwrong lare lare bekkani gori paribong.

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.