Subscribe: RSS Twitter

আপনি কি জানেন? চাকমা বর্ণমালা গুলো কিভাবে লিখতে হয়?

চাকমা ফন্ট নির্মাতাগণের জন্য নিম্নবর্ণিত বিষয় সমূহ অবশ্যই লক্ষ্য রাখতে হবে: –

  • চাকমা ভাষায় কয়টি স্বরবর্ণ বা ব্যঞ্জণ বর্ণ থাকবে?
  • আর কি কি চিহ্ন ব্যবহৃত হবে?
  • চাকমা ভাষায় কোন যুক্ত বর্ণ থাকবে কিনা?
  • স্বরবর্ণের কোন চিহ্ন কোন্ বর্ণের উপরে অথবা নিচে, ডানে বা মাবে এবং মাঝখানে অবস্থান করবে? তা কি আপনার জানা আছে ?
  • যদি যুক্তবর্ণ রাখা হয়; তবে বাংলার মত লিংক হিসেবে কোন্ বর্ণ ব্যবহৃত হবে?
  • অনুরুপভাবে, ফলা রাখা হলে, এই ফলা সমূহ বর্ণের কোন দিকে অবস্থান (বর্ণের ডানে, বামে, মাঝে উপরে অথবা নিচে) তা কি জানা আছে?
  • ফন্ট বানানো হলো কিন্তু কম্পিউটারে যখন ইনপুট করাবেন তখন ফন্ট সমূহ কি অ-কার, এ-কার, ও-কার ইত্যাদি কারগুলো বর্ণের উপরে, নিচে বা মাঝে সঠিকভাবে অবস্থান করবে কিনা?
  • পরিশেষে বলা যায়; আপনার নির্মিত ফন্ট তখনী সঠিকভাবে কাজ করবে, যখন আপনি চাকমা বর্ণ লিখতে হয় কিভাবে তা যদি সঠিকভাবে জানেন বা জানা থাকে।

(নোটস: এ ব্যাপারে কামরুল হায়দার সাহেবকে দৃষ্টি আর্কষণ করা হচ্ছে। আশা করি হায়দার সাহেব উপকৃত হবেন)  কোন প্রশ্ন থাকলে উত্তর দেয়ার চেষ্টা করবো।


আমাদের চাকমা বর্ণ ও ভাষা লেখার জন্য ফন্টের কোন অভাব নেই। তবে, কীবোর্ড টুলস এখনও কেউ তৈরি করেনি। কারণ… জানা সম্ভব হয়নি। তৈরিকৃত ফন্ট দিয়ে শুধুমাত্র কম্পিউটার এ পারদর্শী এবং চাকমা ভাষায় ব্যবহৃত বর্ণের অবস্থান সম্পর্কে যার ধারণা নাই সে এ সব বিষয়ে সম্পুর্ণ Unknown যার কারণে গাদা গাদা ফন্ট বানিয়ে কোন লাভ নেই। এ ফন্ট গুলোও আবার যার যার ইচ্ছেমত বানানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে- আমাদের উসাই (বর্তমানে নৃগোষ্ঠী) কি করে??

 

নাকি চিন্তা করে আমাদের ভাষা ও বর্ণ রক্ষার্থে যদি কীবোর্ড টুলস তৈরি হয়, তার ভাগ ভাতোয়ারা কমে যাবে? নাকি আমাদেরকে পরচর্চা করতে শিখাচ্ছে?? নাকি টাকা পকেটে ঢুকিয়ে পরপারে নেয়ার চেষ্টা চালাচ্ছে??

 

জনগণ এসব প্রশ্নের উত্তর চাই?? নাকি মনে করে তিনি ছাড়া আর কেউ চাকমা লেখা পড়তে, লিখতে, বলতে পারে না???

 

জনগণের অব্যক্ত মনো বাসনা এখানে প্রকাশ করছি:-

  • আপনি নিজে জানেন, কিন্তু কাউকে শিখালেন না, সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয়।
  • আপনার যা সামর্থ্য আছে, তা দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করুন।
  • যেটা আপনার, আমার ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে, সেই কাজের পদক্ষেপ নিন।
  • লোক দেখানো কার্যক্রম আমাদের আদৌ প্রয়োজন নেই।
  • যা প্রকৃতপক্ষে মানুষের, দেশ ও দশের জন্য মঙ্গল বয়ে আনবে সে কাজ আমাদের প্রয়োজন।

 

পরিশেষে বলতে চাই Punong Jun নামে যে চাকমা ফন্টটি আছে, তা দিয়ে আপনি কোন কীবোর্ড ছাড়াই চাকমা বর্ণ টাইপ করতে পারবেন। প্লিজ আপনারা মনোযোগ দিয়ে দেখুন ও শিখুন এবং অন্যকে শিখান।  শিক্ষার এখনি সময়…….. নিচে চাকমা বর্ণমালা সমূহ কীবোর্ডের কোন বর্ণে অবস্থান করতেছে তা সচিত্র দেখানো হলো। আশা করি উপকৃত হবেন।


ভাল লাগলে মন্তব্য করুন। প্লিজ।


 

 

 

 

 

Print Friendly, PDF & Email

2 Comments

  1. Regan says:

    thanks 4 d information, this is very easy to use and font are also clear enough…..

    • bivu says:

      জনগণ উপকৃত হলেই আমাদের এ কাজ সার্থক হবে। ধন্যবাদ

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.