আমরা (আমি ও জ্যোতি এবং আরো অনেকেই) এই যে চাকমা ভাষা ও বর্ণের সংস্কার এবং দ্বিমত এর ব্যাপারে ঐক্যমতে পৌছানোর জন্য এ ওয়েব সাইটটি গত ২১ ফেব্রুয়ারি ২০১০ তারিখে শুভ উদ্বোধন করলাম । এ পর্যন্ত অনেক সাড়া পাওয়া গেলেও চাকমা ভাষা নিয়ে যারা ইতিপুর্বে স্বউদ্যোগে/কোন প্রতিষ্ঠান বই প্রকাশ করলেও তারা এ যাবত কোন সাড়া দেননি। অথবা কোন পরামর্শও প্রদান করেননি।
আমি বললো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং অপরদিকে খুবই সৌভাগ্য । কারণ:- আমি মর চাকমা বোই পোললিয়া বাগ পুস্তকটি প্রকাশের আগে কেউ কোন পরামর্শ প্রদান করেনি। স্বউদ্যোগে প্রকাশ করেছি। ভাবলাম অনেক মূল্যবান মন্তব্য বা পরামর্শ পাবো।
তবে একটা কষ্টের বিষয় হচ্ছে; আমাদেরকে- আপনাদের কোন টাকা পয়সা এবং কাজে কর্মে সহায়তা করার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র গুরুত্বপুর্ণ, যুক্তিযুক্ত এবং তথ্যবহুল পরামর্শ প্রদান করে আমাদেরকে সাহায্য করুন। যে পরামর্শ ও মন্তব্য বা যুক্তিসমূহ জনগণ সকলে সঠিক ও সত্য বলে মেনে নেবে। এতাই আমাদের বড় পাওনা।
কিন্তু তার বিনিময়ে আমরা কিছুই পেলাম না। পেলাম শুধু কষ্ট ও রাত জাগা বহু দিনের কামায়িত ঘুমের অভাব অনটন। যা সত্যিই বেদনাদায়ক। ভাবতেছি…. হিলএডুকেশন সাইটটি বন্ধ করে দেবো। আর বন্ধ করলে আমার তো কোন ক্ষতি নেই। নেই কোন দু:খ; তবে একটা মনের কষ্ট থেকে যাবে যে, দুনিয়াতে ভালো (গম) কাজের কোন মূল্য নেই।
মনের দু:খে নিচের কথা গুলো লিখে নিজেকে সান্তনা দিই। আমার কি আর করার আছে??? আর ভবিষ্যতে কোন মানুষকে উপকার করতে পারবো কিনা?? চাকমা ভাষা শিখানোর জন্য নিজে পর্যন্ত চাকমা ফন্ট তৈরি করলাম (ভাবতেছি একদিকে আমি বেশ লাভবান হয়েছি; কারণ … আমি যে চাকমা ফন্ট বানাবো স্বপ্নেও কল্পনা করিনি; আর এ ওয়েবে কাজ করা সেটাতো আরো দুরের কথা ছিল)।
Carry on! ➡
Thanks