Subscribe: RSS Twitter

আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন। চাকমা ভাষায় বিভিন্ন চিহ্ন ব্যবহৃত হতো। তবে, সময়, স্থান, কাল পাত্র ভেদে তা পরিবর্তন হয়ে অনেকটা ভাষাকে আরো সহজ ও সুন্দর করার জন্য চাকমা ভাষায় কিছু বর্ণ ও চিহ্ন দেখা যায় না। আমি এই সংস্কারপন্থীগণের একজন। তাই আমি আমাদের ভাষায় চিহ্নপাঠ নিয়ে একটি বিস্তারিত অধ্যায় রচনা করেছি। যার সামান্য অংশ আপনাদের জ্ঞাথার্তে তুলে ধরলাম:

বিস্তারিত জানতে আমাদের অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে “মর চাকমা বোই পোললিয়া বাগ” এর সংশোধিত ও পরিমার্জিত সংস্ককরণ। এ বইটি সংগ্রহ করতে পারেনধন্যবাদ।

 

 

 

 

Print Friendly, PDF & Email

2 Comments

  1. sansayan says:

    এখানে মাজ্যা ঠিকঠাক দেওয়া আছে। তবে ভাষাতে বাংলা শব্দের অনুপ্রবেশ বেশ লক্ষণীয়। সেগুলো এভাবে সংস্কার করা যেতে পারে। যেমন বাংলার নিম্নোক্ত শব্দগুলোর চাকমা শব্দ প্রচলিত:
    শব্দ = র
    অভাব = রাত।(ইধু আম কাতথোলোর রাত নেই।) ইত্যাদি।

    • bivu says:

      ধন্যবাদ সান দাদা, আমরা চাই আমাদের এরকম কেউ মতামত দিক, পরামর্শ দিক, আপনাদের সুদিকনির্দেশনা একদিন আমাদের সকলকে এগিয়ে নিয়ে যাবে এ সাইটটি। শুধু আপনার আমার জন্য এ সাইট তৈরী করা হয়নি বরং সকল আদিবাসিগণকে অনুপ্রেরণা যোগাবে। আবারও ধন্যবাদ।

Leave a Reply

© Chakma Script Tutorial · Subscribe: RSS Twitter · WordPress Designed by Ribeng IT Solutions.